Saturday, January 25, 2025

অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় নামছেন পড়শী

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী শুধু গানের জগতে সীমাবদ্ধ নন, তিনি অভিনয়েও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন পড়শী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নির্মিত এই নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে থাকছেন তৌসিফ মাহবুব ও জোভান।

অভিনয় এবং সংগীতের বাইরে এবার নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন পড়শী। রোজার ঈদে নাটক প্রযোজনার কাজে হাত দিচ্ছেন তিনি। বর্তমানে গল্প লেখার কাজ চলছে। প্রযোজনার পাশাপাশি নাটক পরিচালনার দায়িত্বও থাকছে মহিদুল মহিমের ওপর।

পড়শী বলেন, “এ বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করার পরিকল্পনা করেছি। আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব। আশা করি, ভক্তদের জন্য দারুণ কিছু উপহার দিতে পারব।”

নাটকের তত্ত্বাবধানে থাকছেন পড়শীর ভাই সাক্ষর। তিনি বলেন, “অনেক সময় গল্প বা সহশিল্পী পছন্দ না হলেও পরিচালকের অনুরোধে নাটকে কাজ করতে হয়। এবার পড়শী নিজেই প্রযোজনা করবে, তাই গল্প থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় তার পছন্দকে গুরুত্ব দেওয়া হবে। পারিবারিকভাবে আমরা অনেক আগেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।”

পড়শী ভবিষ্যতে নাটকের জন্য একটি আলাদা ইউটিউব চ্যানেল করার কথাও ভাবছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেখি প্রথম দিকে দর্শকের সাড়া কেমন পাই। তার পর চ্যানেল চালুর বিষয়টি চূড়ান্ত করব।”

গান, অভিনয় এবং এবার প্রযোজনায় পড়শীর এই নতুন যাত্রা তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন তার ভক্তরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর