Saturday, January 25, 2025

জুনের শেষ সপ্তাহে শুরু হবে এইচএসসি পরীক্ষা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষার রুটিন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার। আজ মঙ্গলবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

অধ্যাপক বাশার বলেন, ‘এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সূচি তৈরি হচ্ছে। আশা করা যাচ্ছে, এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

ফরম পূরণ ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি

ঢাকা শিক্ষা বোর্ডের সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। তার আগে, ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলোকে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হলেও করোনা মহামারির কারণে ২০২০ সালের পর থেকে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ৩০ জুন শুরু হলেও নানা কারণে তা স্থগিত হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তন হলে, ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষার্থীদের দাবি ছিল, বাকি পরীক্ষাগুলো বাতিল করা হোক।

এ দাবিতে পরীক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

২০২৪ সালের ফলাফল প্রকাশিত হয় ১৫ অক্টোবর, যেখানে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। শিক্ষাপঞ্জি স্বাভাবিক করতে এবং ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবার পরীক্ষার তারিখ আগেই নির্ধারণের ওপর জোর দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর