ভারতের উত্তর প্রদেশের হারদই জেলায় ছয় সন্তান ও স্বামীকে ছেড়ে ভিক্ষুকের সঙ্গে পালানোর অভিযোগ উঠেছে ৩৬ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ইতোমধ্যে স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী। খবর এনডিটিভির।
অভিযোগকারী রাজু (৪৫) জানিয়েছেন, তার স্ত্রী রাজেশ্বরী ও ছয় সন্তান নিয়ে হারদইয়ের হারপালপুর এলাকায় বসবাস করতেন। ওই এলাকায় মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন ৪৫ বছর বয়সী নানহে পণ্ডিত। ভিক্ষা করার সময় নানহে প্রায়ই রাজেশ্বরীর সঙ্গে গল্প করতেন এবং ফোনে তাদের মধ্যে যোগাযোগ ছিল।
রাজুর অভিযোগ অনুসারে, গত ৩ জানুয়ারি দুপুরে রাজেশ্বরী তাদের মেয়ে খুশবুকে বলে বাজারে কাপড় ও সবজি কিনতে যাচ্ছে। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। রাজু তার স্ত্রীকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
রাজু আরও দাবি করেছেন, বাড়ির একটি মহিষ বিক্রি করে পাওয়া টাকাও নিয়ে গেছেন রাজেশ্বরী। তিনি সন্দেহ করছেন, ভিক্ষুক নানহে পণ্ডিত তার স্ত্রীকে নিয়ে পালিয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা রাজেশ্বরী এবং নানহে পণ্ডিতকে খুঁজতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







