Saturday, December 6, 2025

তিব্বতে ভয়াবহ ভূমিকম্প: নিহত ৫৩, ধসে পড়েছে বহু ঘরবাড়ি

আজ মঙ্গলবার চীনের তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ঘটে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ এবং এর উৎপত্তি তিব্বতের ডিংরি কাউন্টিতে, যা নেপাল সীমান্তের কাছে অবস্থিত। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে।

ডিংরি কাউন্টি এবং এর আশপাশে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, আঞ্চলিক দুর্যোগ ত্রাণ কর্তৃপক্ষ ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৬২ জন।

ভূমিকম্পের পর একাধিকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী পরাঘাতের মাত্রা ছিল ৪ দশমিক ৪।

ডিংরি কাউন্টির শহরতলির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসনের একটি দল কাজ করছে। উল্লেখ্য, প্রায় ৬২ হাজার মানুষের বসবাসকারী এই কাউন্টি মাউন্ট এভারেস্টের চীনা অংশের অন্তর্ভুক্ত।

তিব্বত অঞ্চলে নিয়মিত ভূমিকম্প অনুভূত হলেও গত পাঁচ বছরে এই অঞ্চলের ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের কম্পন পার্শ্ববর্তী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং এভারেস্ট সংলগ্ন লোবুচে অঞ্চলেও অনুভূত হয়েছে। ভূমিকম্প পরবর্তী পরাঘাতে নেপালের উচ্চ পর্বতমালায়ও কম্পন লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর