Saturday, December 6, 2025

মহেশপুর সীমান্তের কোদলা নদী বিজিবির দখলে, উচ্ছ্বসিত স্থানীয়রা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে দীর্ঘদিন বিএসএফের নিয়ন্ত্রণে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশ এখন বিজিবির দখলে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।

লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ জানান, মাটিলা সীমান্তের পাশ দিয়ে প্রবাহিত কোদলা নদীর ৪.৮ কিলোমিটার অংশ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পড়ে। তবে এতদিন বাংলাদেশি নাগরিকরা এই নদীতে মাছ ধরা বা অন্যান্য কাজ করতে পারতেন না। বিএসএফের বাধার কারণে নদীর ব্যবহারে স্থানীয়দের ওপর নানা বিধিনিষেধ ছিল।

তিনি আরও বলেন, সম্প্রতি বিজিবির উদ্যোগে বিএসএফের সঙ্গে আলোচনা করে নদীর ওপর বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে স্থানীয় জনগণ নদীর সব সুবিধা ভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের মানুষজন নদীতে মাছ ধরছেন এবং অনেকে গোসল করছেন। স্থানীয়দের মুখে তৃপ্তির হাসি স্পষ্ট।

স্থানীয় কৃষক আলমগীর বলেন, “এখন আমরা নিয়মিত নদীতে মাছ ধরতে পারব। নদীর পানি ব্যবহার করে দৈনন্দিন কাজ করতে কোনো বাধা থাকবে না। আগে বিএসএফ আমাদের নামতে দিত না, কিন্তু এখন এই নদী পুরোপুরি আমাদের দখলে।”

কোদলা নদীতে বিজিবির দখল প্রতিষ্ঠা করায় সীমান্ত এলাকার মানুষজন নিরাপত্তা এবং স্বাধীনভাবে নদী ব্যবহারের আশ্বাস পেয়েছেন। বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের কাছে আশীর্বাদস্বরূপ বলে মনে করছেন অনেকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর