যশোরের পুলেরহাট এলাকায় তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিনে (শুক্রবার রাতে) নারীদের স্বর্ণালংকার খোয়ার ঘটনা ঘটেছে। প্রচণ্ড ভিড়ের মধ্যে সদর উপজেলার দৌলতদিহি গ্রামের রাহেলা বেগম (৫৬) এবং চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রঞ্জু আরা বেগম (৫০)-এর সোনার চেইনসহ আরও অনেক নারীর স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের সহায়তায় যশোর কোতোয়ালি থানার পুলিশ ছয়জন নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করলেও তাদের কাছ থেকে কোনো স্বর্ণালংকার উদ্ধার করতে পারেনি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক দুই নারী হলেন হবিগঞ্জের মাধবপুর থানার বাগাসোরা গ্রামের সজীব হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদ উপজেলার ধরমন্ডল গ্রামের দুলালের মেয়ে মিনারা আক্তার মীম (১৯)।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগীদের কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মাহফিলের প্রচণ্ড ভিড় এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন। পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।







