Friday, December 5, 2025

স্বপ্নদোষের পর নাপাকি দেখা না গেলে গোসল করতে হবে?

স্বপ্নদোষ প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে কোনো গুনাহ নেই। তবে, স্বপ্নদোষের পর বিনা ওজরে অপবিত্র থাকা গুনাহ। তাই দ্রুত গোসল করে পবিত্র হওয়া জরুরি। এমনকি অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়াও মারাত্মক গোনাহের কাজ। এক্ষেত্রে তীব্র লজ্জা কিংবা গোসলের পরিবেশ নাই মনে করা শরিয়তসম্মত ওজর নয়। (বাদায়েউস সানায়ে: ১/১৫১)

ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়েছে মনে হলেও অনেক সময় ঘুম থেকে ওঠে শরীরে বা কাপড়ে ভেজা বা নাপাকির কোনো চিহ্ন দেখা যায় না। এক্ষেত্রে করণীয় কী জানতে চান অনেকে।

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ঘুমে স্বপ্নদোষ হয়েছে দেখে থাকলেও ওঠার পর শরীরে বা কাপড়ে যেহেতু কোনো ভেজা বা নাপাকির দাগ দেখা যায়নি, তাই তার ওপর গোসল ফরজ হয়নি। শুধু স্বপ্নের কারণে গোসল করতে হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৫; এমদাদুল ফতোয়া: ১/২১

তবে, স্বপ্নদোষের পর কাপড় বা শরীরে নাপাকি দেখা গেলে গোসল ফরজ হবে। এ বিধান নারীদের জন্যও প্রযোজ্য। (সহিহ বুখারি: ১/৪২)

উল্লেখ্য, ঘুম থেকে উঠে কোথাও অপবিত্র কিছু লেগেছে মনে হলে যেই জায়গায় নাপাকি লেগেছে তা চিহ্নিত করে ওই অংশটুকু ধুলেই চলবে, তবে সতর্কতার জন্য পুরো বিছানা চাদর ধুয়ে নেওয়া ভালো। (ফতোয়ায়ে তাতার খানিয়া: ২৯২/১, ফতোয়ায়ে হিন্দিয়া: ১/ ৪৭)

ধর্ম ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর