Wednesday, February 19, 2025

চুয়াডাঙ্গায় আবারো সোনা জব্দ, ধরাছোঁয়ার বাইরে সিন্ডিকেট প্রধানরা

চুয়াডাঙ্গা সীমান্তে চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার মূল্যের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এক দিনের ব্যবধানে আবারো ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে সোনা বহনকারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনা উদ্ধারের পরও বিজিবি চোরাকারবারী চক্রের সদস্যদের ধরতে ব্যর্থ হচ্ছে। বরাবরই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে স্বর্ণপাচার সিণ্ডিকেট প্রধানরা।

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বারাদী বিওপি এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে বলে খবর পায়। এ খবরের ভিত্তিতে কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান ও তার দল নিয়ে সীমান্তের আমবাগানে অবস্থান নেয়। এসময় বিজিবি সদস্যরা এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করা হয়। ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করে।

এ বিষয়ে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান দর্শনা থানায় মামলা করেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি/আর কে-০৩

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর