লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার মেয়র মোঃ আশরাফুল আলম ৬ নং ওয়ার্ডে ১০৮৪ মিঃ ৩৯ লক্ষ টকা ব্যায়ে রাস্তার কাজ উদ্ভোধন করেন। গতকাল বুধবার দুপুরে লোহাগড়া পৌর মেয়রের নেতৃত্বে এ কাজ উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোল্যা মোঃ মোশারেফ হোসেন, ৬ নং ওয়ার্ড কমিশনার মোঃ গিয়াসউদ্দিন ভুইয়া,আনিসুর রহমান, যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, ঠিকাদার মোঃ ওহেদুজ্জামান ও মোঃ ইমামুল হক মিন্টু প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার ৬ ওয়ার্ডের লক্ষীপাশা খেয়াঘাট থেকে মাহবুব শরীফের বাড়ি পর্যন্ত ১০৮৪ মিটার ৩৯ লক্ষ টাকা ব্যায়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ টেন্ডারের মাধ্যমে সুফিয়া ইন্টারপ্রাইজ পায়। যাহার প্রোঃ মোঃ ইমামুল হক মিন্টু।






