Saturday, December 6, 2025

১৯ বাংলাদেশিসহ উদ্ধার হলো বাংলাদেশি ট্রলার ‘রানা’

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত ২৩ দিন ধরে নিখোঁজ ছিল জেলে ও মাঝিসহ কক্সবাজারের একটি মাছধরা ট্রলার। অবশেষে ভারতের পেরাদ্বীপের কাছ থেকে নিখোঁজ ১৯ বাংলাদেশি মাঝি ও জেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করে ভারতীয় হাইকমিশন।

ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ ডিসেম্বর রাতে ভারতীয় কোস্টগার্ডের একটি বিমান বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এমন সময় দেশটির একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) একটি মাছ ধরার ট্রলার দেখতে পায়। এসময় তারা ভিএইচএফ রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এমন অবস্থায় কোস্টগার্ডের বিমান টহল দলের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ (আইসিজিএস) বরদে বার্তা পাঠানো হয়। বরদ জাহাজটি তখন অন্য একটি অপারেশনে নিয়োজিত ছিল। ঘটনা জানার পর বরদ দ্রুত এগিয়ে যায় বাংলাদেশি ট্রলারের দিকে।

ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে আরো জানানো হয়, তারা ৮ ডিসেম্বর সকালে বাংলাদেশি ট্রলারের কাছে পৌঁছাতে সক্ষম হয়। তারা সেখানে গিয়ে জানতে পারেন ট্রলারটি বাংলাদেশি। সেখানে ১৯ জন আরোহী রয়েছেন। তদন্তে ভারতীয় কোস্টগার্ড জানতে পারে, এই ট্রলারটির নাম ‘রানা’। ১৫ নভেম্বর জাহাজটি কক্সবাজার থেকে ছেড়ে যায়। ট্রলারের মেশিনে সমস্যা থাকার কারণে বন্ধ হয়ে যাওয়ায় এটি ঢুকে পড়ে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে।

এছাড়াও ট্রলারটির আরোহীরা খাবার ও পানি সংকটে ছিলেন বলে জানানো হয়। ভারতীয় কোস্টগার্ডের দাবি, ট্রলারে খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়েছে। বাংলাদেশি কোস্টগার্ডকে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরন করে ট্রলারটি ও আরোহীদের ফেরানোর জন্য আনুরোধ জানিয়েছে ভারতীয় কোস্টগার্ড।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর