আসন্ন ১০ই ডিসেম্বর ২০২০ যশোর সদর উপজেলার মহিলা ভাইস -চেয়্যারম্যান উপ নির্বাচনে,বাংলাদেশ
আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী জ্যোৎস্না আরা মিলি মঙ্গলবার বিকেলে দড়াটানা ভৈরবে চত্বরে নির্বাচনী পথ সভার আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদীকা মাহমুদা বেগম ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা আওয়ামীলীগ এর সভানেএী লাইজু জামান।অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক শেখ সাদিয়া মৌরিন। নির্বাচনী অনুষ্ঠানে সকলকেই জ্যোংস্না আরা মিলিকে কলস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী জ্যোৎস্না আরা মিলি মঙ্গলবার বিকেলে দড়াটানা ভৈরবে চত্বরে নির্বাচনী পথ সভার আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদীকা মাহমুদা বেগম ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা আওয়ামীলীগ এর সভানেএী লাইজু জামান।অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক শেখ সাদিয়া মৌরিন। নির্বাচনী অনুষ্ঠানে সকলকেই জ্যোংস্না আরা মিলিকে কলস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।আবিদ হাসান






