Friday, December 5, 2025

মধুচন্দ্রিমায় কাশ্মীরে গেলেন সানা-আনাস

সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। ধর্মের পথে চলবেন। ধর্মের পথে চলার জন্যই বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তিনি। সম্প্রতি এমন জানিয়ে বলিউড থেকে সরে দাঁড়ান সানা খান। বলিউড থেকে সরে যাওয়ার পরপরই গুজরাটের এক মুফতিকে বিয়ে করেন সানা।

বিয়ের পর তিনি ভূ-স্বর্গ কাশ্মীরে মধুচন্দ্রিমার জন্য উড়ে গেলেন। মধুচন্দ্রিমায় গিয়ে সানা খানকে একের পর এক ছবি শেয়ার করতে দেখা গেছে। এয়ারপোর্ট থেকে বিলাসবহুল হোটেলের বারান্দাতে বসে ছবি পোস্ট করতে দেখা যায় সানা খানকে। বিয়ের পর দুর্দান্ত সময় কাটছে এই প্রাক্তন বলিউড নায়িকার তা বেশ স্পষ্ট।

বিলাসবহুল হোটেলে বসে মিষ্টি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সানা খান। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিওতে প্রাক্তন অভিনেত্রীকে বেজায় মিষ্টি দেখাচ্ছে।

ছবির পাশাপাশি মুফতি আনাসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে দেখা যায় সানাকে। সেখানে দেখা যাচ্ছে, বিলাসবহুল হোটেলের বারান্দা থেকে তিনি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছেন স্বামীর সঙ্গে।

বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম ছবি পোস্ট করে সানা লেখেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবেসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে নিকাহ করেছি, আল্লাহই আমাদের এই দুনিয়ায় ঐক্যবদ্ধ করে রাখুক এবং জান্নাতে পুনরায় মিলিত করবেন’। কাশ্মীরে বসেও আল্লাহকে স্মরণ করতে দেখা যায় সানাকে।

বিলাসবহুল হোটেলে বসে ব্রেকফাস্ট সারছেন সানা খান। সেই ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে। অক্টোবর মাসে আচমকা গ্ল্যামায় দুনিয়াকে বিদায় জানিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন সানা খান। আর গত ২০ নভেম্বরের গুজরাতের সুরাটের বাসিন্দা, মুফতি আনাসের সঙ্গে ‘নিকাহ’ সারেন সানা।

স্বামী মুফতি আনাসের সঙ্গে ছবি পোস্ট করে সানা অনুরাগীদের জানিয়েছিলেন, আমরা আল্লাহর টানে একে অপরকে ভালোবেসেছি, ওঁনার টানেই আমাদের এই বিয়ের বন্ধন। প্রার্থনা করি এই জগতে উনি আমাদের একসঙ্গে বেঁধে রাখবেন এবং জান্নাতেও আমরা এক থাকব।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর