Thursday, November 6, 2025

বাঘারপাড়ায় ফের আনারস প্রতিকের কার্যালয়ে হামলা

বাঘারপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীর আনারস প্রতিকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। রোববার রাতে খাজুরা আঞ্চলিক কার্যালয় সহ দুটি কার্যালয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছে। হামলা চলাকালে মারপিটের শিকার জসিম উদ্দিন জানান খাজুরা বাজার পশুরহাট চত্বরে তার দুটি দোকান ঘর আছে।এর একটি তিনি চা বিক্রি করেন অন্যটি কদিন আগে আনারসের আঞ্চলিক নির্বাচন অফিস এর জন্য ভাড়া দিয়েছেন। রোববার রাত সাতটার দিকে নৌকা প্রতীকের কয়েকজন সমর্থক অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে।এ সময় তারা তার চায়ের দোকানে এসে তাঁকে ও তাঁর ছেলে তাহাজ্জত হোসেনকে বেদম মারপিট করে।অন্যদিকে রাত সাড়ে সাতটার দিকে বাজারের ব্রিজ ঘাটে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে ।প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী বলেন দুটি মোটরসাইকেলে হেলমেট পরা চারজন লোক এসে অফিসের সামনে দাঁড়াই। এসময় হুট করেই তারা অফিসে ঢুকে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।তবে হামলা চলাকালে অফিসে কোনো কর্মী বা সমর্থক ছিল না। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও  ক্যাম্পের এসআই জুম্মান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!