শনিবার যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপনির্বাচনে নেতা-কর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু। এদিন বিকেলে উপজেলার দোহাকুলা বাজারসহ আশপাশের কয়েকটি স্থানে তিনি এ গণসংযোগ করেন।এসময় তার সাথে ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, একই সংগঠনের ছয় নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শশাংক পাল, যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, মন্টু মিয়া, ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, বাবর আলী, মাহমুদ আলী এবং নূর ইসলাম।গণসংযোগকালে মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীকে বিজয়ী করতে হবে।
রাতদিন সংবাদ






