জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার ঔদ্ধত্যপূণ হুমকির প্রতিবাদে শনিবার,৫ডিসেম্বর বিকালে যশোর শহরের বকুলতলা বঙ্গবন্ধু মুরাল চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সন্মিলীত সাংস্কতিক জোট যশোর।
যশোরের সকল সামাজিক, রাজনৈতিক,সাংস্কতিক, পেশাজীবী, সংগঠনসহ প্রগতিশীল সকল শ্রেণি পেশার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্মিলীত সাংস্কতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরু। সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।ঘাতক
দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দুদুল,মাহবুবুর রহমান মজনু,সাংস্কতিক ব্যক্তিত্ব ও দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ-দ্দোলা, সাংস্কতিক সংগঠন শেকড় এর সভাপতি রওশন আরা রাসু,ভবের হাট সঙ্গীত একাডেমীর সভাপতি বিকাশ চন্দ্র শীল,বাংলাদেশ উদীচি শিল্পগোষ্ঠির উপদেষ্টা ও সাংবাদিক সাজেদুল রহমান বকুল,সংগঠনের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,মহিলা সাংস্কতিক সংসদের সাধারণ সম্পাদীকা ফারজানা রহমান এ্যানি,বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপনসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানব বন্ধনে উপস্থিত ছিলেন।এছাড়া বিভিন্ন সংগঠনের মধ্যে চাদের হাট যশোর,লাল সবুজ সংঘ যশোর,বাউলিয়া সঙ্গীত সংঘ যশোর,স্পন্দন সাংস্কতিক সংগঠন, সপ্তসুর সঙ্গীত নিকেতনসহ বিভিন্ন সংগঠন উক্ত মানব বন্ধনে অংশ নেয়। মানব বন্ধনে বক্তরা বলেন বঙ্গবন্ধুরই যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশেরই জন্ম হতো না। তাই বঙ্গবন্ধুকে নিয়ে বা তার ভাস্কর্য নিয়ে কোনো প্রকার কুটুক্তী করলে তা প্রতিহত করবে সন্মিলিত সাংস্কতিক জোট।পরে সংগঠনটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে মিছিল প্রদক্ষিণ করে চৌরাস্তা মৌড়ে শেষ করে।
আবিদ হাসান






