আসন্ন যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনকে সামনে রেখে এ্যাডঃ সেতারা খাতুনের হাঁস প্রতিকের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আসন্ন দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক লিয়াকত আলী। তারই অংশ হিসেবে শুক্রবার দেয়াড়া ইউনিয়নের বাজেদূর্গাপুর বাজারে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থণা করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোফাজ্জেল হোসেন মোফা, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল গাজী, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু রহমান, ছাত্রলীগের অন্যতম নেতা ইমামুল হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রাতদিন সংবাদ






