Thursday, November 6, 2025

খাদেম হয়ে বাঘারপাড়াবাসীর সেবায় কাজ করতে চান দিলু পাটোয়ারী

নির্বাচনে জয়লাভ নিয়ে শতভাগ আশাবাদী বাঘারপাড়া উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী। প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ।  ইতিমধ্যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাঘারপাড়াবাসীর কাছে। তিনি বলছেন, নিজের বাকী জীবনটুকু খাদেম হয়ে বাঘারপাড়াবাসীর সেবায় কাজ করতে চান। তিনি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের জন্য কি করবেন তার একটি ইশতেহার প্রকাশ করেছেন। তা বাস্তবায়নের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা তার। একই সাথে সকলের দোয়া কামনা করেছেন তিনি।
দিলু পাটোয়ারী চেয়ারম্যান নির্বাচিত হলে যেসব উন্নয়নমূলক কাজ করবেন তা নিচে তুলে ধরা হলোঃ
১. সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল উপজেলা গড়ে তুলবেন।
২. চিত্রা নদী পুনঃখনন,  অল্প টাকায় কৃষক সেচের ব্যবস্থা করতে পারে ও দেশীয় প্রজাতির মাছ উৎপন্ন করবেন।
৩. প্রতিটি ইউনিয়নে আইসিটি সেন্টার গড়ে তুলে দক্ষ মানবসম্পদ ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
৪. যশোরের ঐতিহ্য খেজুরের গুড়-পাটালির আন্তজার্তিক স্বীকৃতি আদায়ে সচেষ্ট থাকবেন।
৫. কৃষকের ফসলের নায্যমূল্য পাওয়া, প্রযুক্তি ব্যবহার করে অধিক কৃষিপণ্য উৎপাদন ও কৃষকরা যাতে ভালো লাভে সবজিসহ কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানি করতে পারে, তার জন্যে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবেন।
৬. বাঘারপাড়ায় কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় মানের শহীদ মিনার ও খেলাধূলা-বিনোদনের জন্যে একটি স্টেডিয়াম স্থাপনে পদক্ষেপ গ্রহণ করবেন।
৭. এতিম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্যে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করবেন।
৮. উপজেলায় শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে বয়স্ক ও পিছিয়ে পড়া নারীদের জন্যে প্রতিটি ওয়ার্ডে একটি করে স্কুল গড়ে তুলবেন।
৯. শিক্ষার মান উন্নয়নে স্কুল ও কলেজ প্রধানদের সাথে নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।
১০. ভূমিহীন অসহায় মানুষের জন্যে বাসস্থান তৈরি করবেন।
বিশেষ প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!