Thursday, November 6, 2025

মনিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের একক প্রার্থী করতে ব্যর্থ

মনিরাম প্রতিনিধি: আসন্ন মনিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী সিদ্ধান্তে সমঝতা না হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জরুরী বর্ধিত সভায় ৬ জনের নাম জেলা কমিটির মাধ্যমে কেন্দ্র কমিটিতে পাঠানোর জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক প্রস্তাবিত ৬ জন প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক ফারুক হোসেন, বর্তমান প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাবেক চেয়ারম্যান জি.এম মজিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. বশির আহম্মেদ খান।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, মোন্তাজ বিশ্বাস, তপন কুমার পবন, বশির আহম্মেদ খান, পৌর কাউন্সিলর গোপাল মল্লিক প্রমুখ।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!