Friday, December 5, 2025

নড়াইল জেলা বিএনপির সম্পাদক মনিরুলকে লক্ষ্য করে গুলি, আহত ৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে (৫৪) লক্ষ্য করে দুুই রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কাগজীপাড়া মাদ্রাসার সন্নিকটে এ ঘটনা ঘটে।

এদিকে মনিরুলকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর দলীয় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে উঠেন।মনিরুলকে গুলির ঘটনায় নিজ দলীয় এক নেতা জড়িত সন্দেহে শহরের ভওয়াখালী উত্তরপাড়ায় ওই নেতার বাড়ির দিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনিরুলের অনুসারী উত্তেজিত নেতা-কর্মীরা রওয়ানা হন।বাড়ির কাছাকাছি পৌঁছার আগেই সাগর শেখ (৩০),আন্নান হোসেন (৪০),মিন্টু মিয়া (৫০) ও সোহাগ হোসেনকে (২৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।সঙ্গে থাকা লোকজন তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।পরে উন্নত চিকিৎসার জন্য সাগর, মিন্টু ও আন্নানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান বলেন,মনিরুল ইসলাম পুরোপুরি শংকামুক্ত আছেন।তবে সাগর, মিন্টু ও আন্নানের অবস্থা আশংকা হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।মনিরুলসহ অপর আহত সোহাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখন বিস্তারিত কিছু বলতে পারছি না।

আর কে-০৬

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর