নড়াইল প্রতিনিধি :“সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি পালন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শামসুল আলম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুস শাকুর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ শাহাবুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ অনিন্দিতা ঘোষ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্ত মোল্যা ফোরকান আলী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুস আলী প্রমুখ।
কর্মসূচিতে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত

আরো পড়ুন






