Friday, December 5, 2025

অবসরে গেলেন পিবিআইপ্রধান বনজ কুমার

মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের বয়স গত ১৯ জুলাই ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।


বনজ কুমার মজুমদার ২০১৬ সালে পিবিআইতে যোগ দেন। ডিআইজি হিসেবে যোগদানের পর এখানেই তার অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) আদলে তৈরি পিবিআই বনজ কুমারের নেতৃত্বে চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলা, নায়ক সালমান শাহ হত্যা মামলা, সগিরা মোর্শেদ হত্যা মামলা ও মোনায়েম হত্যার রহস্য উদ্ঘাটন করে প্রশংসিত হয়েছে।

চাকরি জীবনে চট্টগ্রাম মহানগর পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশে কাজ করেছেন বনজ কুমার। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার পদে থাকাকালীন ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি। এরপরই পিবিআইতে পাঠানো হয় তাকে।
রাতদিন-ডিজিটাল ডেস্ক/জয়-
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর