ঝিনাইদহ কালীগঞ্জের সিয়াম হোসেন(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে । সিয়াম হোসেন কালীগঞ্জ্ উপজেলার পরখিদ্দা গ্রামের শামিম রেজার ছেলে। সে হরিনাকুন্ডু উপজেলার শিতলি বেগম রোকেয়া খাতুন নুরানী হাফিজিয়া মাদ্রাসায় পড়তো।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম জানান,গত ২৬ জুলাই দুপুরে সহপাঠীদরে সাথে মাদ্রাসার পাশে পুকুরে গোসল করতে নামে সিয়াম হোসেন। অন্যরা গোসল করে মাদ্রাসায় ফিরে আসলে ও সে ফিরে আসেনি। শুক্রবার বিকাল ৩ টারদিকে পড়ানোর সময় তাকে পাওয়া যায়নি এক পর্যায় তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা। এক পর্যায় বিকালেই ঐ পুকুরে মাছ ধরার জাল ঠেলে তার খোজ করে ও সন্ধান মেলেনি। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পুকুরে তার মরদহে ভাসতে দেখে এলাকার মানুষ।
বিষয়টি নিশ্চিত করে হরিনাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, ওই মাদ্রাসার ছাত্র সাঁতার কাটতে জানত না বলে কতৃপক্ষ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে পুবে সে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুু মামলা হয়েছে।
রাতদিন-ডিজিটাল ডেস্ক/জয়-