Friday, December 5, 2025

রাজশাহীতে ৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে রাজশাহী থেকে সকল রুটের যানচলাচল বন্ধ হয়ে গেছে। কার্যত পুরো রাজশাহী অবরুদ্ধ করে রেখেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহীতে ৪ প্ল্যাটুন বিজিবি মোতয়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় আপাতত ৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও বিজিবি মোতায়েন করা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজশাহীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি আইন-পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর