Saturday, December 6, 2025

ফ্রি খাবারেও সিনেমা দেখছেন না দর্শক

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’ মুক্তি পেয়েছে ১২ জুলাই। প্রথম দিন থেকেই সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে। এবার সিনেমার টিকিট কাটলে চা ও দুটি সিঙারা ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের একটি মাল্টিপ্লেক্স। কিন্তু তাতেও দর্শক আসছে না। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস

গণমাধ্যমটি জানিয়েছে। এটি অক্ষয়ের ১৫০তম সিনেমা। এর আগে কোনো সিনেমার এত খারাপ অবস্থা হয়নি। যা সবাইকে অবাক করেছে। গণমাধ্যমটির তথ্য মতে সিনেমাটি চার দিনে মাত্র ১২ কোটি রুপি আয় করেছে। যার জন্যই এটি যারা এক সপ্তাহের জন্য হলে চালানোর জন্য নিয়েছিলেন। এখন তারা বিভিন্ন অফার দিয়েও সিনেমাটির টিকিট বিক্রি করতে পারছেন না।

সুধা কোঙ্গারা পরিচালিত ‘সারফিরা’ ভারতসহ বিশ্বের ২৫০০ পর্দায় মুক্তি দেওয়া হয়। দর্শক চাহিদা না থাকায় ইতোমধ্যেই সিনেমাটি অনেক হল থেকে নামিয়েও দেওয়া হয়েছে।

 

অক্ষয় ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

 

অনলাইন ডেস্ক/আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর