Friday, December 5, 2025

কোটাবিরোধী আন্দোলন নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশের দমনপীড়ন এবং দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (১১ জুলাই) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর পুলিশের দমনপীড়নে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার সংবাদে উদ্বিগ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। এ সময় সাধারণ মানুষের চাওয়া-পাওয়া তুলে ধরতে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়া জরুরি।

আন্তর্জাতিক আইনে বাংলাদেশ নিজস্ব সংবিধান অনুসারে শান্তিপূর্ণ সমাবেশ ও স্বাধীন অধিকারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুযোগ দিতে হবে এবং অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করতে হবে।

 

অনলাইন ডেস্ক/আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর