Friday, December 5, 2025

বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি

বুধবার সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন সকাল ১০টা থেকে সারাদেশে শিক্ষার্থীরা সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালনের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ ঘোষণা দেন।
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা সাংবাদিকদের জানান, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করেছেন তারা। আদালতের নির্দেশের বাইরেও তারা সরকারের নির্বাহী বিভাগের কাছ থেকে লিখিত আশ্বাস চান কোটা সংস্কারের বিষয়ে। এ কারণে তারা বুধবার সকাল-সন্ধ্যা ব্লকেড পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সরকার ও নির্বাহী বিভাগের কাছে সমাধান চাই। আমাদের বাংলা ব্লকেড বুধবার থেকে সারাদেশের ৬৪ জেলায় চলবে। এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে। সড়ক ও রেলপথ এ অবরোধের আওতায় থাকবে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, সরকারের নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠনের মাধ্যমে যদি আমাদের দাবি মেনে নেয়, সেক্ষেত্রেই আমরা রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরে যাব।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাত সদস্য ২০২১ সালে হাইকোর্টে রিট আবেদন করেন।

এ রিটের চূড়ান্ত শুনানিতে গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

 

অনলাইন ডেস্ক/আর আই-১৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর