Friday, December 5, 2025

অভাবে চিকিৎসা করাতে না পেরে ১৫ দিনের কন্যাকে জীবন্ত পুঁতে দিলেন বাবা!

অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিলেন এক বাবা। পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারুশাহ এলাকার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযুক্তের নাম তায়াব। পুলিশকে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। পুলিশকে তিনি জানিয়েছেন, ১৫ দিনের শিশুকন্যার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। সেই কারণেই এই সিদ্ধান্ত নেন।

দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই জানিয়েছে, ১৫ দিন বয়সি শিশুকন্যাকে হত্যার কথা পুলিশের কাছে নিজেই স্বীকার করে নেন অভিযুক্ত। সন্তানকে প্রথমে তিনি জীবন্ত অবস্থাতেই একটি বস্তায় ভরেছিলেন। তার পর মাটি খুঁড়ে সেই বস্তা পুঁতে দেন।

পুলিশকে অভিযুক্ত আরও জানিয়েছেন, অর্থের অভাবে তার নিজেরই পেট চলে না। সন্তানকে কোনও রকমে খাওয়ানোর বন্দোবস্ত করেছিলেন। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, ওই শিশুর চিকিৎসা প্রয়োজন। যাতে বেশ খানিকটা খরচ করতে হবে। এর পরেই শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন বাবা।

অভিযুক্তের বিরুদ্ধে পাকিস্তানের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ অনুযায়ী ওই শিশুকন্যার কবর খুঁড়ে তথ্য সংগ্রহ করবে পুলিশ। ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্তও করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সে ক্ষেত্রে বিষয়টি তাদের কাছেও আরও স্পষ্ট হবে।

এর আগে, ২০১২ সালে পাকিস্তান থেকে অনুরূপ একটি খবর প্রকাশ্যে এসেছিল। সে বার কন্যা সন্তান জন্মানোর পর তার মুখ পছন্দ হয়নি বাবার। শুধুমাত্র সেই কারণেই দুদিন বয়সি সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছিলেন তিনি। তাকেও গ্রেপ্তার করেছিল পাকিস্তানের পুলিশ।

 

অনলাইন ডেস্ক / আর আই-০১

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর