Friday, December 5, 2025

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে চলন্ত মোটরসাইকেলে কোপ দূর্বৃত্তদের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ হামলা হয়।

 

আহত ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে রাতেই জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

মনোহরপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে থাকা চেয়ারম্যানকে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’

ওসি আরও বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে যাওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জীবননগরে এসেছেন। অভিযান শুরু হয়েছে। হামলাকারিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’

 

রাতদিন সংবাদ

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর