বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের নির্বাচনী প্রচার প্রচারণা হয়েছে। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দবিলা ও জহুরপুরের গুরুত্বপূর্ণস্থানে নির্বাচনী পথসভা, লিফলেট বিতরণ,মিছিল ও গনসংযোগ চালান নেতাকর্মীরা।
উপনির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী, দলীয় নেতা কর্মী নিয়ে উপজেলা সদর থেকে বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রচারণা শুরু করলে রাস্তার দুই প্রান্তের শতশত মানুষ দাড়িয়ে তাদের অভিবাধন জানান। এ সময় নৌকা মার্কার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন উপলক্ষ্যে বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তরা বলেন, আওয়ামী লীগ করলে অবশ্যই দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা মানতে হবে। তাই দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার প্রার্থী মনোনীত করেছেন তার পক্ষে ঐক্যবন্ধ হয়ে ভোট করতে হবে। আ’লীগের কেউ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করতে পারবে না। নৌকা বিরোধীদের ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে দল থেকে অচিরেই বহিষ্কার করা হবে ।
বন্দবিলা ইউনিয়ন আ’লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী, জেলা পরিষদের সদস্য প্রকৌশলী আশরাফুল কবির বিপুল ফারাজী, বন্দবিলা ইউনিয়ন আ’লীগের সম্পাদক আব্দুল হামিদ ডাকু ও আ’লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল্লাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস , আ’লীগ নেতা ইউনুস শেখ, রোস্তম আলী মোল্যা, আসাদুজ্জামান চিশতী, জামদিয়া ইউনিয়ন আ’লীগের সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেন, সাধারণ সম্পাদক বিএম শাহজালাল।এ সময় আরো উপস্থিত ছিলেন, নারিকেলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার , জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান টুটুল, বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, আ’লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, মশিয়ার রহমান যাদু মিয়া।সভা শেষে বিকাল ৪টার দিকে নেতৃবৃন্দ বিশাল বহর নিয়ে জহুরপুর ইউনিয়নের জহুরপুর বাজারে ফিতা কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় ইউনিয়নের আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, কাজী সিরাজুল ইসলাম, তরুণ সমাজসেবক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় নেতৃবৃন্দ একই ইউনিয়নের বেতালপাড়া বাজারে গণসংযোগ ও নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। রাত ৭টার দিকে বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামে ফিতা কেটে নির্বাচনী কার্যালয়।উদ্বোধন করেন নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রবীণ আ’লীগ নেতা রোস্তম আলী মোল্যা।
বাঘারপাড়ায় উপনির্বাচনে বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রচার প্রচারণা
আরো পড়ুন






