Thursday, November 6, 2025

পরমাণু বিজ্ঞানীকে হত্যা: প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ হত্যার ঘটনায় কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান। শুক্রবার তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার পর হাসপাতালে নেয়া হলে মারা যান ফখরিজাদাহ।বিবিসি জানায়, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেহগান এই হত্যার ষড়যন্ত্রকারীদের ওপর বজ্রের মত ‘আঘাত হানা’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা যে ফখরিজাদাহ ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে ছিলেন। তবে ইরান সব সময়ই বলে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই করেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন।

তিনি একটি টুইট বার্তায় বলেন, ‘সন্ত্রাসীরা আজ বিশিষ্ট এক ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে।জারিফ হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করে বলেন, ‘ইসরায়েলের এতে জড়িত থাকার গুরুতর ইঙ্গিত রয়েছে।’জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত মজিদ তখত রাভঞ্চি বলেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা এই অঞ্চলে বিপর্যয় ডেকে আনার জন্য করা হয়েছে।তবে হত্যার ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!