Thursday, November 6, 2025

বাগেরহাটে শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে জেলা আ.লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

এইচ এম,শহিদুল ইসলাম(বাগেরহাট)প্রতিনিধি:বাগেরহাট ১আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের মা এবং বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদী শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন।
শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে শহরের জেলা পরিষদের অডিটরিয়ামে এ স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম, ভূইয়া হেমায়েত উদ্দিন, সরদার ফকরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, নকিব নজিবুল হক নজু, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, ইবনে মিজান হিরু, জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী প্রমুখ।
বক্তারা শেখ রাজিয়া নাসের মহান মুক্তযুদ্ধ চলাকালে এবং ১৯৭৫ এর ১৫ আগষ্ট পরবর্তি সময়ে পবিবারকে কিভাবে আগলে রেখেছেন স্মরণ সভায় তা তুলে ধরেন।
গত ১৬ নভেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি শেখ হেলাল উদ্দিনের মা ও এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদী রাজিয়া নাসের মৃত্যু বরণ করেন।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!