Thursday, November 6, 2025

গ্রামে গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ সরকার

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। সে ধারাবাহিকতায় যশোরের একশ’রও বেশি একাডেমিক ভবনের উদ্বোধন করা হলো। গ্রামে গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিতে বর্তমান সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
শুক্রবার বিকেলে দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে কাজী শাহেদ আহমেদ একাডেমিক দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি কাজী নাবিল আহমেদ । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সালাউদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, হাজেরা পারভীন, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী সাহেব আলী রাজু। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফুল কবীর বিজু, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সরকারি এমএম কলেজের সহসভাপতি ইমরান হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের নেতা বিপ্লব দে শান্ত, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক গুলরুখ আলম ও শাহীনুর রহমান।
এদিকে, শুক্রবার সকালে নূতন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এমপি কাজী নাবিল আহমেদ। এ সময় বিদ্যালয়ে মুজিব কর্নার ও পাঠাগার ভবনের উদ্বোধন করেন তিনি। এরপর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন এমপি কাজী নাবিল আহমেদ। মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, প্রধান শিক্ষক সৈয়দ এহসানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য নজির আহমেদ, মীর জহরুল ইসলাম, মনিরুজ্জামন নুনা প্রমুখ।

রাতদিন নিউজ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!