Saturday, December 6, 2025

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রনি রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত আব্দুর রব সরদারের ছেলে। মঙ্গলবার (২৮ মে) রাতে নগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।খুলনা সদর থানার ওসি মো. কামাল হোসেন খান জানান, নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রনি সরদারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। রনির গলার ডান পাশ ভেদ করে গুলি। এতে তিনি মাটিতে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি কামাল হোসেন খান আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

বিশেষ প্রতিদিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর