নড়াইল প্রতিনিধি:শ্রদ্ধা ও ভালবাসা চিরবিদায় জানানো হয়েছে ডেঙ্গু আক্রান্ত্র হয়ে মৃত্যুবরণকারী নড়াইল পৌরসভার জনপ্রিয় মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসকে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নড়াইল পৌর এলাকার ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
জানাযার নামাযের আগে জাহাঙ্গীর বিশ্বাসের কর্মময়জীবনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস,এম
কামাল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, মরহুমের ছেলে রিজভী জয় প্রমুখ।জানাজা শেষে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার), পৌর পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জানাজায় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।ডেঙ্গুতে আক্রান্ত জাহাঙ্গীর বিশ্বাস বুধবার দুপুর ১২টা ২০মিনিটের সময় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃতদেহ নড়াইল শহরের নিজ বাড়িতে পৌছাঁলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জাহাঙ্গীর বিশ্বাস ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নড়াইল পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে ১১ হাজার ২শ ৪৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি পৌরসভার ৬নং ওয়র্র্ডের (ভওয়াখালী) দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।২০১৯ সালের ৩ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাঁকে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে তিনি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া দীর্ঘ ২৫ বছর ধরে নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।






