মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুর কলেজ পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৮ মে কেশবপুর কলেজ মাঠে মহাকবি মাইকেল মধুসূদন ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঁজিয়া রাফসান ক্রিকেট একাদশ বনাম ডুমুরিয়ার হাসানপুর সমাজকল্যাণ ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করতে নেমে ডুমুরিয়ার হাসানপুর সমাজকল্যাণ ক্রিকেট একাদশ ১৭৮রান সংগ্রহ করেন। পরে প্রথমে ব্যাট করতে নেমে পাঁজিয়া রাফসান ক্রিকেট একাদশ ১৫১রানে অলআউট হয়ে যায়। ২৭রানে ডুমুরিয়ার হাসানপুর সমাজকল্যাণ ক্রিকেট একাদশ চাম্পিয়ান।
খেলা শেষে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ প্রিন্সিপাল মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীর হাতে চাম্পিয়ান দের হাতে পুরস্কার তুলে দেন যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন, কেশবপুর পৌরসভার মহিলা কাউন্সিল আছিয়া হালিম।
আর কে-০৫







