Friday, December 5, 2025

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে সালেহা খাতুন (৪০) নামের এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত সালেহা খাতুন ৩ সন্তানের জননী।

এই ঘটনায় এলাকাবাসী ঘাতক স্বামী এলাহি বক্সকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (১০ মে) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের ভিটাপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক এলাহি বক্স একই গ্রামের খোদা বাক্সের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে নিহত সালেহা খাতুন বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তার স্বামী ধারালো হাঁসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন। পরে সালেহার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া, ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ জামাল বলেন, ‘এলাহি বক্স একজন মানসিক রোগী। দিনের অধিকাংশ সময় সে রাস্তাঘাটে যত্রতত্র ঘোরাফেরা করে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।’

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক স্বামীকে পুলিশে দিয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর