Thursday, November 6, 2025

আশাশুনির বড়দলে ইউপি নির্বাচন সংক্রান্ত মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের বিভিন্নস্থানে কৃষকলীগের সভাপতি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সোহরাব হোসেন মোড়ল এ মতবিনিময় ও নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বড়দল ইউনিয়নের অসহায় সাধারন মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি বড়দল ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে প্রার্থী হয়েছি। এসময় তিনি অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় ও নির্বাচনী গণসংযোগকালে এসময় কৃষকলীগ নেতা রমেশ মন্ডল, আজিজুর রহমান, আনিস সরদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু, সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, বাস্তহারালীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!