আজম খাঁন,বাঘারপাড়া(যশোর):বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে এ নির্বাচনীবর্ধিত সভা অনুষ্ঠিত হয় । তবে এ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত রায় ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দিন মোহাম্মদ দিলু পাটোয়ারী যোগ দেননি বলে জানা গেছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার। প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামলীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন বলেন, দলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনা সুযোগ নেই। দলের ভিতর যতই গুটি চালাচালি করেন না কেন কোনা লাভ হবে না। স্বতন্ত্র প্রার্থীর খবর দলীয় প্রধান শেখ হাসিনার কাছে পৌছে দেওয়া হবে।দল থেকে বহিস্কার হলে কেউ সালামও দিবে না। বিএনপি জামাত নির্বাচনে কিন্তু বসে থাকবে না।সবাইকে সজাগ থাকতে হবে। বাঘারপাড়া আওয়ামীলীগের ঘাঁটি তা আবারও প্রমাণ করতে হবে। নৌকার কোন বিকল্প নাই।সভায় বিশেষ অতিথি যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, সকলকে
ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলের ভিতর উছৃংখল কেউ রেহাই পাবে না। ইতামধ্যে সিরাজগঞ্জ ও নরসিংদিতে অভিযান শুরু হয়েছে। নেত্রীর নির্দেশনার বাইরে গেলে কাউকে ছাড় দেয়া হবে না। ১০ ডিসেম্বর উপনির্বাচনে প্রয়াত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ভিক্টারিয়া পারভিন সাথীকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন। সে কারণে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, এম এম
খয়রাত হোসেন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদ হাসান বিপু, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল ফারাজি, সাধারন সম্পাদক সরদার ওলিয়ার রহমান, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান আলী, সাবক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ও বাঘারপাড়া মহিলা আওয়ামীলীগের সভাপতি ভিক্টোরিয়া পারভীন সাথী, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, ইকবাল হোসেন, দাহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি এসএম নিয়ামত উল্লাহ প্রমুখ।






