Thursday, November 6, 2025

বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রিজিয়া নাসেরের ইন্তেকালে,দোয়া ও মিলাদ মাহফিল

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের মাতা শেখ রিজিয়া নাসের এর ইন্তেকালে শুক্রবার জুমাবাদ মোরেলগঞ্জ টাউন জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় মোরেলগঞ্জ টাউন মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.মনিরুল হক তালুকদার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতা, কর্মীবৃন্ধ।দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশপাশি তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। অপর দিকে জুমাবাদ মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মসজিদে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!