Saturday, December 6, 2025

খুলনায় নিখোঁজের তিন দিন পর বাগানে মিলল ব্যবসায়ীর মরদেহ

খুলনায় নিখোঁজের তিন দিন পর আমিনুর শেখ (৪৬) না‌মে এক ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ক‌রা করেছে পু‌লিশ। মঙ্গলবার (১৯ মার্চ) সকা‌ল ৯টার দিকে ব‌টিয়াঘাটা উপজেলার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুর শেখ উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামের আ. মালেক শেখের ছেলে।

ব‌টিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, গত শুক্রবার (১৫ মার্চ) রাতে আমিনুর শেখ বা‌ড়ির পাশে নিজস্ব ঘেরের উদ্দেশ্যে বা‌ড়ি থেকে বের হন। পরবর্তীতে তি‌নি আর বা‌ড়িতে ফিরে আসেন‌নি। এ ঘটনায় নিহতের বাবা পরের‌ দিন থানায় সাধারণ ডায়েরি করেন। গত রাতেও থানার বি‌ভিন্ন এলাকায় খোঁজ ‌নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

ওসি আরও ব‌লেন, আজ সকা‌ল ৯টার দিকে স্থানীয়রা গাওঘরা গ্রামের এক‌টি মেহগনি বাগানের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পু‌লিশ ঘটনাস্থল থেকে আমিনুর শে‌খের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বি‌ভিন্ন স্থানে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়‌নি। ময়নাতদন্তের রি‌পোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর