Saturday, December 6, 2025

কপিলমুনিতে চাঁদা না দেওয়ায় হিজড়াদের মারপিটের শিকার গৃহবধু

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ কপিলমুনিতে চাঁদার টাকা না দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের শিকার হয়েছেন এক গৃহবধু। এমন ঘটনায় এলাকার মানুষ রীতিমত ভীত সন্ত্রস্ত হয়ে হয়ে পড়েছেন। অভিযোগে জানাযায়, কপিলমুনির পার্শ্ববর্তী প্রতাপকাটী গ্রামের আঃ সবুর আল আমীনের বাড়ীতে সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে শাপলা ও চন্দনা নামের ২ জন হিজড়া প্রবেশ করে। এসময় সবুর আল আমীনের স্ত্রী মহিলা আ’লীগের নেত্রী রাবেয়া বেগম বাড়ীতে ছিলেন। সবুর আল আমীন ও রাবেয়া দম্পতির ছেলে আব্দুল রহিম গাজীর ১ মাস ৯ দিনে আগে শিশু সন্তানের জন্ম হয়। মুলত নব জাতক জন্মের খবরেই হিজড়ারা তার বাড়ী প্রবেশ করে।

অভিযোগে ভুক্তভোগী রাবেয়া বেগম জানান, ২ হিজড়া বাড়ীতে প্রবেশ করেই নব জাতকের জন্ম হয়েছে সে জন্য তাদেরকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবী করে। এসময় অসহায় রাবেয়া তাদেরকে অনুনয় বিনয় করে ১ হাজার টাকা দিলে বাকী টাকা পরে দেওয়ার কথা বললে তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে রহিমের স্ত্রীর কোল থেকে নব জাতককে টেনে হিচড়ে তাদের কাছে নেওয়া চেষ্টা করতে থাকে, এসময় অবুঝ বাচ্চা চিৎকার করে কাঁদতে থাকে। বাঁধা দিলে নব জাতক আবু সুফিয়ানকে তারা বার বার কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে বাচ্চার দাদী রাবেয়াকে মারধর করে চেয়ারও টুল ছুড়ে মারতে থাকে হিজড়ারা, এতে রাবেয়া শারীরিক ভাবে আহত হন।

এ বিষেয়ে আহত ভুক্তভোগী রাবেয়া বলেন, আমার ছেলের ছেলে হয়েছে তাই শাপলা ও চন্দনা নামের হিজড়া ৫ হাজার টাকা চাঁদা চায়, আমি নগদে ১ হাজার টাকা দিয়ে বাকী টাকা পরে দেওয়ার কথা জানালে অকথ্য ভাষার গালিগালাজ করাসহ মারপিট করে রক্তাক্ত করে আমাকে আহত করে। আমি এখনো পর্যন্ত তাদের ভয়ে আতংকিত হয়ে আছি। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অভিযোগ রয়েছে, এই হিজড়া ২ জন এলাকায় শিশু জন্ম নিলেই সেই বাড়ীতে গিয়ে মোটাংকের চাঁদা দাবী করে, চাঁদা না দিলে তারা তান্ডব চালায়। অভিযুক্ত শাপলা ও চন্দনার বক্তব্য জানার জন্য তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও তারা ফোন ধরেন নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর