Saturday, December 6, 2025

সাতক্ষীরায় কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণ করেন সর্বস্তরের মানুষ

একরামুজ্জামান জনিঃ সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণ,প্রভাতফেরি ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । বুধবার রাত ১২ টা ১ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির,জেলা পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সুফিয়ান রুস্তম, জেলা ওয়ার্রস পার্টির সভাপতি এ্যাড. মোস্তফা লুৎফুল্লা,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মোঃ নাজিম উদ্দিন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সহ রাজনৈতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, শিক্ষক, ছাত্রসহ সকল শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের মানুষ। অমর একুশে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি।

এর আগে সন্ধ্যা থেকে একুশের গান, একুশের কবিতা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার চত্বর। এদিকে অমর একুশে ঘিরে শহরের বিভিন্ন সড়কে মনোরম আলপনা আঁকা শ্রদ্ধা ও ভক্তি বাড়িয়ে দেয়। এসময় শহীদ মিনার প্রাঙ্গণে খালি পায়ে ভিড় করেন। তাই প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় স্মৃতির মিনার। সকালে প্রভাতফেরি মধ্যে দিয়ে শুরু হয়ে চললে নানান কর্মসূচি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর