কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনির পার্শ্ববর্তী হাউলী প্রতাপকাটিসহ এর আশপাশ এলাকায় ব্যাপক চুরি সংঘটিত হচ্ছে। চোরদের মূল টার্গেট হচ্ছে বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ফ্যান খুলে নিয়ে চোরেরা নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। ৭ ফেব্রুয়ারী প্রতাপকাটির পার্শ্ববর্তী ভৈরবঘাটা রামচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গভীর রাতে স্কুলের দরজার তালা ভেঙ্গে ২০ টি ফ্যান, ১২ টি তোয়ালে ও ২৪টি ঠ্যাপ নিয়ে চোরেরা পালিয়ে যায়। এরপর ৯ ফেব্রুয়ারী শুক্রবার গভীর রাতে হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২০ টি ফ্যান খুলে নিয়ে যায়। হঠাৎ করে চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, চুরির ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ করা হয়েছে তদন্তের পর মামলাটি রেকর্ড হবে, পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রসংগত, প্রায় ৩ মাস পূর্বে নতুন ভবন নির্মাণের সময় রড, সিমেন্ট সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে যায়। এই মালামাল পার্শ্ববর্তী একটি বাড়ী থেকে উদ্ধার হলেও স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এই এলাকাটি নির্জন হওয়ায় শুধু চুরি নয় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের ব্যাপক তাৎপরতা বৃদ্ধি পেয়েছে।







