সাতক্ষীরা প্রতিনিধিঃ উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা সখিপুর আলিম মাদ্রাসায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান।
এ-সময় উপস্থিতি ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, দেবহাটা হাজী কেয়াম উদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বেকার পূর্ণবাসন সংস্থা নির্বাহী পরিচালক সালমা খাতুন সহ আরো অনেকে।







