শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:- পাইকগাছার সরল গ্রামের মৃত বিরিঞ্চি লাল বাছাড়ের স্ত্রী রাশমনি বাছাড় দীর্ঘদিন ভারতে বসবাস করেন। তবে তার নামে ঐ গ্রামের মৃত কান্তিরাম বিশ্বাসের পুত্র মনিন্দ্রনাথ বিশ্বাস ও তার স্ত্রী গীতা বিশ্বাস জাল-জালিয়াতী ও প্রতারণার মাধ্যমে রাশমনি বাছাড় কে প্রতিবন্ধি তালিকা ভুক্ত করেছেন। পরে সরকারী প্রতিবন্ধী ভাতা উত্তোলন করে আত্নসাৎ করছেন। উপজেলার সরল গ্রামের দীলিপ কুমার মন্ডলের পুত্র বমকিম চন্দ্র মন্ডল এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার বরাবর অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি জানান, তার দিদিমা রাশমনি বাছাড় একজন সুস্থ্য সাভাবিক মানুষ এবং ২০২০ সাল থেকে তিনি ভারতে তার ছেলের বাড়ীতে থাকেন। এদিকে মানিন্দ্র নাথ বিশ্বাস ও তার স্ত্রী জ্বাল জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে রাশমনিকে প্রতিবন্ধি দেখিয়ে তালিকা ভুক্ত করেন। যার জাতিয় পরিচয় পত্র নং – ৪৭২৬৪০৩৭৭৩০, পাশ বই নং- ৩২৮৭, ক্রমিক নং- ০২, ব্যাংক একাউন্ট নং- ১৯৪৫৪১৫৩১৪, মোবাইল নং- ০১৯৪৫-৪১৫৩১৪, মোবাইলটির নাম্বার প্রতারক মনিন্দ্র নাথ ও তার স্ত্রী ব্যবহার করছেন। তারা একজন প্রকৃত প্রতিবন্ধির হক বঞ্চিত করে জ্বাল জালিয়াতির মাধ্যমে ভারতে বসবাসকারী ব্যক্তির নামে সরকারী অর্থ আত্নসাৎ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন অভিযোগকারী।
এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আল-আমিন কে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।







