Saturday, December 6, 2025

সাতক্ষীরায় জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শুক্রবার সকালে শহরের আমতলা মোড় নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহ সমন্বয়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল রউফ চেয়ারম্যান,
পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিসতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ’রা।
এসময় বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, মধ্যবর্তী সময়ে নির্বাচন দিন, সকল দলের অংশগ্রহণ নিয়ে গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিন,বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় দল বিএনপিকে বাদ রেখে একের পর এক নির্বাচন হচ্ছে সেখান থেকে ফিরে আসনে সকলে মিলে আমরা দেশ গড়ি।
বক্তারা আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে জেলখানায় যে সকল বিএনপি নেতাকর্মীরা কারা বন্ধি রয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি জানান।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর