সাতক্ষীরা প্রতিনিধি : পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের কোবাদক স্টেশনের কালিরখাল এলাকায় খালে বিষ দিয়ে মাছ শিকারকালে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নৌকা, তিনটি বিষের বোতল ও মাছ ধরা জাল উদ্ধার করা হয়েছে।
আটক জেলেরা হলেন, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের লোকমান খানের ছেলে রইজ উদ্দীন খান (৪৫) ও লুৎফর মোল্যার ছেলে মাছুম মোল্ল্যা (৩৫)।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, খালের পানিতে বিষ দিয়ে মাছ শিকার করছে এমন খবরে অভিযান চালানো হয়। শিকার করা ১০ কেজি মাছ, তিনটি বিষের বোতলসহ দুই জেলেকে আটক করা হয়েছে। তারা বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিল। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।







