Saturday, December 6, 2025

সাতক্ষীরায় নিজ পুত্রকে হত্যার দায়ে গ্রেপ্তার পিতাকে জেলহাজতে পাঠালো পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় নিজ পুত্রকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আটককৃত ইয়াসিন হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) তাকে কারাগারে পাঠায় সদর থানা পুলিশ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের ইয়াসিন হোসেন তার ৮ বছর বয়সী শিশুপুত্র আরিফকে গলাটিপে হত্যার পর ঘরবাড়ি সহ আগুনে পুড়িয়ে দেয়। তাৎক্ষণিকভাবে এলাকাবসী তাকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনার তার স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর