সাতক্ষীরা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় আচারণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরার ৪ টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলামসহ সাতক্ষীরা জেলা ৪ টি আসনের প্রার্থীরা।
এসময় জেলার রিটার্নিং অফিসার আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন মতামত জানতে চান। প্রার্থীরা স্ব-স্ব সংসদীয় আসনের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
তিনি আরো বলেন, সকলকে নির্বাচনী আচরণ মেনে প্রচার প্রচারনা চালানোর আহ্বান জানান। এছাড়া সকলকে সহিংসতা পরিহার করে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে অনুরোধ।







