সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রাস্তা সংযুক্ত ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোশাররফ মল্লিক (৬০) নামে আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুল মোমিন গাজী (৫০)। তিনি সিরাজপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায়হান জানান, ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হন মোমিন গাজী ও মোশাররফ মল্লিক। তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোমিন গাজী।
-বিশেষ প্রতিনিধি







